কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের জন্য নিরাপদ অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের জন্য গত ৭ ও ৮ সেপ্টেম্বর দুইদিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনলাইন মাধ্যমে যৌথভাবে পরিচালিত এ প্রশিক্ষণের আয়োজন করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র মহাপরিচালক শামসুল আলম এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী কর্মশালা

আজ ১১ অক্টোবর ২০২০ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম ও স্থানীয় নেতৃবৃন্দসহ ৩০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে।

Screenshot of online journalist training

3 day-long online journalist training starts nationwide

Three days long journalist training at national and local levels on migration, By Zoom Platform (online) has started on Sunday 10am. The training will end on 13 October, Tuesday noon. The training continues on 13 October, Tuesday afternoon. The Ministry of Expatriates Welfare and Overseas Employment and ICMPD conduct capacity building on safe, orderly and regular migration for the media in Bangladesh.