আমরা আপনার মত লোক-যারা বাংলাদেশি নাগরিক; বিদেশ যেতে চান, প্রবাসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অথবা যারা দেশে ফিরে আসতে চান তাদেরকে সরকারী এবং বেসরকারী বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে আপনার জন্য কাজ করে থাকি। আমরা আপনাকে সঠিক সরকারী সংস্থা বা সংশ্লিষ্ট এনজিওগুলোতে পাঠিয়ে থাকি যারা বিদেশ গমন বিষয়ে তাদের দক্ষতা দিয়ে আপনাকে সহায়তা করবে।
নিম্নলিখিত প্রতিষ্ঠান এবং পরিষেবাগুলি আপনার জন্য জরুরী হতে পারে:
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)
আপনি এখান থেকে আপনার জনশক্তি ছাড়পত্র/স্মার্ট কার্ড পেতে পারেন। আপনার যদি কোন অভিযোগ থাকে সেটিও আপনি এখানে করতে পারেন এবং তারা সালিশের মাধ্যমে এর সুরাহা করবেন। এটি ঢাকার কাকরাইলে অবস্থিত। বিএমইটি সম্পর্কে আরো জানতে নীচের লিঙ্কটিতে ক্লিক করুন: https://www.facebook.com/www.bmet.gov.bd/
বাংলাদেশ ওভারসীজ এপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি: (বোয়েসেল)
বিদেশে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা এখানে থেকে পেতে পারেন। বিদেশে কর্মসংস্থানে বোয়েসেল বাংলাদেশ সরকারের বৈধ নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল চুক্তি ও স্বাস্থ্য পরীক্ষা, টিকিট ইত্যাদির ব্যবস্থা করে থাকে। বোয়েসেল ঢাকাস্থ ইস্কাটনের বোরাক টাওয়ারের পাশে প্রবাসী কল্যাণ ব্যাংকের চতুর্থ তলায় অবস্থিত। আরো জানতে নীচের লিঙ্কটিতে ক্লিক করুন: https://www.facebook.com/boesl.gov.bd/
বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)
লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সমন্বয়ের কাজটি করে থাকে বায়রা। তারা বাংলাদেশিদের জন্য বহির্বিশ্বে উপযুক্ত চাকরির বাজার খুঁজে পেতে সাহায্য করে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউ.ই.ডব্লিউ.বি)
অভিবাসীদের এবং দেশে ও বিদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের দীর্ঘস্থায়ী এবং অর্থবহ কল্যাণ নিশ্চিত করার জন্য এই কল্যাণ বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছে। একজন অভিবাসীর মৃতদেহ বহন এবং দাফন করার জন্য যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় এবং নিহত অভিবাসীর পরিবারের সদস্য হিসেবে আর্থিক অনুদানের দরকার হয় তবে আপনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যদি প্রবাসে কর্মরত অবস্থায় কোন প্রকার দুর্ঘটনার স্বীকার হন কিংবা অসুস্থতার কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয় তাবে এই বোর্ডের কাছ থেকে আপনি আর্থিকভাবে সহয়তা পেতে পারেন। এছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিব›দ্ধী ও অসুস্থ অভিবাসীদের অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিবাসীদের সন্তানদের বৃত্তি প্রদান এবং নির্যাতনের শিকার নারী অভিবাসীদের দেশে ফিরে আসা ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করে থাকে। এদের অফিসও প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অন্যান্য পরিষেবাগুলি সম্পর্কে জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুন: http://www.wewb.gov.bd/
প্রবাসী কল্যাণ ব্যাংক
অভিবাসী ঋণ, পুনর্বাসন ঋণ এবং ব্যাকিং পরিষেবার জন্য আপনি রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন এদের শাখার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। ক্লিক করুন এই লিঙ্কে: http://pkb.gov.bd/
পাসপোর্ট অফিস
বিদেশ ভ্রমণ করতে হলে বৈধ পাসপোর্ট থাকতে হবে। আপনি যদি নিজের দেশের সীমানা অতিক্রম করতে চান তবে অবশ্যই আপনার একটি পাসপোর্ট দরকার হবে। আপনি অনলাইনের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা শারীরিকভাবে আবেদন জমা দিতে পারেন। সদ্য চালু হওয়া ই-পাসপোর্টের জন্যও আপনি আবেদন করতে পারেন। ঢাকার আগারগাঁওয়ে ইমিগ্রেশন বিভাগ এবং পাসপোর্ট অফিস অবস্থিত। মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অনলাইন আবেদন এবং এর বিধি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুন: http://www.passport.gov.bd/Default.aspx
গ্যামকা (জিএএমসিএ)
আপনি যদি উপসাগরীয় কোন দেশ (সৌদি আরব, ওমান, কাতার ইত্যাদি) যেতে চান তবে আপনাকে অনুমোদিত স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পরীক্ষা করে শারীরিক সুস্থতার সার্টিফিকেট নিতে হবে। এই চিকিৎসা কেন্দ্রগুলি সম্মিলিতভাবে জিসিসি অনুমোদিত মেডিকেল সেন্টার এসোসিয়েশন (গ্যামকা) নামে পরিচিত।
গ্যামকা স্লিপ পেতে আপনি রিক্রুটিং এজেন্সির সহায়তা চাইতে পারেন অথবা গ্যামকার ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করুন: https://v2.gcchmc.org/
এ বিষয়ে আরো তথ্য পেতে এমআরসি’র ঢাকা এবং কুমিল্লা অফিসে নি:সঙ্কোচে যোগাযোগ করতে পারেন।



