Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

বিদেশ যেতে চাই

ভাল! জেনে বুঝে সিদ্ধান্ত নিন। আমরা আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করব। বিদেশে কাজ কিংবা বসবাসের অর্থ হল সাময়িকভাবে আপনাকে নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং স্বাভাবিক জীবনযাত্রাকে পেছনে ফেলে যাওয়া। এর জন্য চিন্তাভাবনা করা, ভালো মন্দ উভয় দিক বিবেচনা করে, যথাযথভাবে পরিস্থিতির মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নিতে হবে। অভিবাসী হওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা আপনাক এবং আপনার পরিবারকে পরামর্শ দিতে পারি। বিভিন্ন বিষয়ে পথ নির্দেশনা এবং দিক নির্দেশনার মাধ্যমে আমরা আপনাকে বিভিন্নভাবে সহায়তা করতে পারি:


• বিদেশ গমনের প্রক্রিয়া এবং পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারনা দেয়া।
• বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানান।
• সরকারি পরিষেবাগুলি পেতে তথ্যগত সহায়তা করা।
• অন্যান্য পরিষেবা প্রদানকারীদের ব্যাপারে সুপারিশ করা।
• গন্তব্য দেশ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করা।
• দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ দেয়া।
• আইনী, পেশাগত, মনস্তাত্তি¡ক এবং সামাজিক পরামর্শ প্রদান।
• অভিবাসীদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানান।
• বিদেশে অবস্থানকালে নিজেকে সুরক্ষার উপায় সম্পর্কে অবহিত করা ।
• বিপদে পড়লে কোথায় অভিযোগ করতে হবে সে সম্পর্কে তথ্য দেয়া।
• বিদেশি সংস্কৃতি, নিয়ম-কানুন এবং আইন সম্পর্কে প্রাথমিক ধারনা দেয়া।
• আর্থিক স্বচ্ছ্বলতা তৈরি করা।
• নতুন পরিবেশে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন তার কৌশল সম্পর্কে অবগত করা।
• নিরাপদ এবং সফল প্রত্যাবর্তন নিশ্চিত করা।


অভিবাসন তথ্য কেন্দ্রে আমাদের রয়েছে দক্ষ পরামর্শদাতা, যারা অভিবাসন বিশেষজ্ঞ। আপনার নিরাপদ এবং সফল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে তারা আপনাকে সময়োপযোগী এবং সঠিক তথ্য সরবরাহ করে থাকে। পরামর্শের জন্য আপনি সরাসরি এমআরসি’র অফিসে আসতে পারেন অথবা ফোন করে বা ম্যাসেঞ্জারে কথোপকথনের মাধ্যমে পরামর্শ চাইতে পারেন।

আমাদের সকল পরিষেবা একদম ফ্রি! হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। আমরা আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে পরামর্শ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এবং কঠোরভাবে গোপনীয়তা নীতি মেনে চলা হয়।


আসুন আমাদের ঢাকা ও কুমিল্লা অফিসে। আমরা আপনার সেবায় নিয়োজিত!