Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

প্রাক-বহিগর্মন প্রশিক্ষণ

বিভিন্ন ইনস্টিটিউট, মুলত করিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে বিদেশ যাওয়ার আগে করণীয় কি সে বিষয়ে এমআরসি’র পক্ষ থেকে সেশন পরিচালনা করা হয়। নিজেদের সুরক্ষার জন্য বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরামর্শ প্রদানে এমআরসি’র নিবেদিত কর্মীরা নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, নিয়োগের পদ্ধতি, অভিবাসন ব্যয়, কর্মসংস্থান এবং জীবনযাত্রা পরিস্থিতি, আইন, বিধি, বিধিমালা, অধিকার, পরিবেশ, সংস্কৃতি, কাজের ধরন এবং গন্তব্য দেশগুলির বিভিন্ন বাধ্যবাধকতা সম্পর্কে আগ্রহী অভিবাসীদের বিস্তারিত জানাতে এই সেশনটি পরিচালনা করে থাকেন। আগে থেকে তথ্য সরবরাহ করায় অভিবাসন প্রত্যাশীরা বিদেশে নতুন পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। দেশ ত্যাগের পূর্বে এই সেশনটি অভিবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়।