Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

আগমন-পরবর্তী সেশন

বিদেশে কি করা যাবে আর কি করা যাবে না? বিদেশে কি কি কাজ করা উচিত এবং কিভাবে করা উচিত? কোন নিয়মটি মেনে চলতে হবে এবং কোনটি নয়?
অভিবাসীদের এই ব্যাপারে অবশ্যই জানা উচিত।

আগমন পরবর্তী সেশনে মূলত গন্তব্য দেশ সম্পর্কে প্রাথমিক তথ্য দেয়া হয়। যা অভিবাসীদের সহায়তা করে থাকে।

এই তথ্যগুলি প্রবাসীদের বিদেশে টিকে থাকতে সহায়তা করে এবং সে দেশের অধিবাসী হিসেবে জীবনযাপন করার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। 

গন্তব্য দেশ সম্পর্কে অভিবাসীদের আরো কিছুটা ধারনা দিতে এমআরসি নির্দিষ্ট তথ্য ও শিক্ষামূলক বিভিন্ন উপকরণ সরবরাহ করে থাকে।

উপকরণগুলির পেতে চান? খরচ নিয়ে চিন্তিত? একদম দুশ্চিন্তা করবেন না, শুধুমাত্র আপনার জন্য-ই সমস্ত উপকরণ দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে!