Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

জনসচেতনতা বৃদ্ধি

অভিবাসী তথ্য কেন্দ্র বা এমআরসি নিরাপদ অভিবাসন সম্পর্কে বিভিন্ন এলাকায় গিয়ে জনসাধারণকে সচেতন করার কাজটি করে থাকে। আমরা অভিবাসন প্রত্যাশী, পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ধরনের পরিচিতমূলক (ওরিয়েন্টেশন) সেশনের ব্যবস্থা করে থাকি। অভিবাসনের বিভিন্ন ধাপসমূহ এবং নিরাপদ এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে আমরা মানুষকে পরিচিত করে তুলি। বৈধ অভিবাসনের উপকারিতা এবং অবৈধ পথে বিদেশ গমনের ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করি এবং সেশগুলোতে এ বিষয়ে গুরুত্বারোপ করে থাকি। এই সেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে আরামদায়ক এবং শান্তিপূর্ণ অভিবাসন যাত্রা নিশ্চিত করতে তাদের করণীয় সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে।

নিজেদের অফিসের পাশাপাশি অন্য যে কোন সংস্থার অফিসেও আমরা এই সেশনগুলি আয়োজন করে থাকি। আমরা মানুষের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনকে মূল্যায়ন করে আমাদের পরিষেবা কার্যক্রম পরিচালনা করতে সবসময় সচেষ্ট রয়েছি।

এই সেশনটিকে অনন্য বলতেই হবে, কারণ আমরা শুধুমাত্র মৌখিক উপস্থাপনার উপর নির্ভর করি না। বার্তা সরবরাহ পদ্ধতিকে আরো সহজ করতে এবং সেশনকে শ্রোতার কাছে কার্যকরী করে তুলতে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। সরবরাহ করা তথ্যটি সেশনে অংশগ্রহণকারী কোন ব্যক্তি যেন কখনো ভুলে না যান সেজন্য আমরা বেশ কিছু আইইসি উপকরণও প্রস্তুত করেছি।