Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

একীভূত তথ্য সেবা কেন্দ্র

এমআরসি হ’ল তথ্য ভাণ্ডার। তথ্যগত সহায়তা এমআরসি ওয়ান-স্টপ সেবা প্রদান কেন্দ্র হিসেবে কাজ করে এবং সম্ভাব্য কিংবা প্রত্যাবাসিত অভিবাসীদের বিদেশ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে হালনাগাদ তথ্য সরবরাহ করে থাকে। আমাদের ঢাকা এবং কুমিল্লা অফিস থেকে আমরা অভিবাসন সংক্রান্ত সব ধরনের তথ্য সরবরাহ করে থাকি এবং গ্রাহকদের যে কোন জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকি।
তথ্য ঘাটতি দূর করতে এবং মানুষের মাঝে তথ্য ছড়িয়ে দিতে অভিবাসী তথ্য কেন্দ্র বা এমআরসি বিভিন্ন পদ্ধতি অবলম্বনে কাজ করে থাকে। আমাদের নিয়মিত কার্যাবলীগুলো হল:

  • কার্যকর উপকরণ এবং কৌশলপত্র নির্ধারণ করে যেমন সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকাভিত্তিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা।
  • জাতীয় এবং ইউনিয়ন পর্যায়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওরিয়েন্টশন সেশন (পরিচিতিমূলক সভা) আয়াজন করা।
  • জাতীয় ছুটি ছাড়াও বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে বিশেষ ইভেন্ট (কর্মসূচি) আয়োজন করা।
  • সর্বোচ্চ সংখ্যক মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে হটলাইন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা।
  • অভিবাসন সংক্রান্ত তথ্য ছড়িয়ে দিতে বেতার, (প্রিন্ট) পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যম, (ইলেকট্রনিক) টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়াকে সংযুক্ত করা।
  • অভিবাসন সম্পর্কিত তথ্য/বার্তা সরবরাহ করতে তথ্যমূলক, শিক্ষামূলক এবং নিবিড় যোগাযোগ তৈরিতে সক্ষম এমন (আইইসি) উপকরণ তৈরি, বিকাশ এবং প্রচার করে থাকি।