Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

দেশে ফিরে আসার পর

আপনি এখন অভিজ্ঞতা সম্পন্ন। বিদেশে কাজের মধ্য দিয়ে আপনি যে দক্ষতা অর্জন করেছেন তা হস্তান্তরযোগ্য। এখন আপনি আপনার এই দক্ষতা মাতৃভূমিতে, নতুন কর্মক্ষেত্রে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। পূর্ব কাজের অভিজ্ঞতায় সম্ভবত আপনি নিজ দেশে একই ধরনের কোনও চাকরির জন্য চেষ্টা করতে পারেন। অথবা নিজস্ব চেষ্টায় নতুন কোন উদ্যোগ শুরু করতে পারেন। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তবে আপনার বিদেশের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং উদ্ভাবনী ধারনার প্রয়োগ ঘটিয়ে নতুন ব্যবসার সম্ভবনা সৃষ্টি করুন। এক্ষেত্রে আপনার নিজস্ব সঞ্চয় কাজে লাগান এবং ব্যাংক লোনের জন্য আবেদন করুন।

তবে কিছু কিছু প্রত্যাবাসিত অভিবাসী গন্তব্য দেশে কিছু অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন। আপনি নির্যাতন ও প্রতারণার স্বীকার হতে পারেন এবং জোর করে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করার আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে।

আপনি আপনার অভিযোগটি অনলাইনে জানাতে পারেন। এই ক্ষেত্রে বিএমইটি আপনাকে সহায়তা করবে। www.ovijogbmet.org - এই ওয়েবসাইটে যান, ফর্মটি পূরণ করুন এবং ঘটনাটি বর্ণনা করুন। অভিযোগ জমা দেওয়ার পরে আপনাকে একটি পিন নাম্বার দেয়া হবে। যার মাধ্যমে আপনি অভিযোগের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হলো সে সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও আপনি সরাসরি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিংবা প্রথম শ্রেণির মহানগর হাকিমের আদালতে মামলা করতে পারেন।

পরামর্শের জন্য আপনি এমআরসি’তেও আসতে পারেন। সমস্যা সমাধানের জন্য আমরা আপনাকে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারি।  এই পরিষেবাটির জন্য আমদেরকে কোন খরচ দিতে হবে না। চাপ কাটিয়ে উঠতে এমআরসি-র পরামর্শদাতারা আপনাকে মনস্তাত্ত্বিক পরামর্শও প্রদান করে থাকেন। এই সেবাটি অতি গোপনীয়, ব্যক্তিগত এবং বিনামূল্যে।