Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

দেশ ত্যাগের পূর্বে

দেশ ত্যাগের পূর্বে অভিবাসীর প্রথম কাজ প্রাক-প্রস্থান প্রশিক্ষণ নেয়া। যারা কর্মী হয়ে বিদেশ যাবেন তাদের জন্য এই প্রশিক্ষণ নেয়া অনেকটা বাধ্যতামূলক। মাত্র দুইশ’ টাকা দিয়ে আপনি আপনার নিকটতম প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে পারেন। মনে রাখবেন, বিমানে উঠার আগে অবশ্যই আপনাকে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে।

এমআরসিও বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের প্রস্থানের আগে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই সেশনগুলোতে, এমআরসি পরামর্শদাতারা অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসন সম্পর্কিত সবশেষ তথ্য সম্পর্কে জানানোর চেষ্টা করেন। চাকুরি, স্থায়ী বসবাস বা শিক্ষাগ্রহণ যে কারণেই আপনি অভিবাসী হোন না কেন, আপনার জন্য জানা জরুরী এমন তথ্যগুলো সম্পর্কে আমরা আপনাকে স্বচ্ছ ধারনা দিয়ে থাকি।

এই তথ্যগুলি যেকোন স্মার্ট সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এবং বিদেশে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আপনাকে নিশ্চিতভাবে সহায়তা করবে। বিভিন্ন করিগরি ও বৃত্তিমূলক ইনস্টিটিউট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিয়মিতভাবে এ ধরনের সেশনের আয়োজন করে থাকি। এই সেশনগুলোতে অংশগ্রহণের মাধ্যমে আপনি সাধারণত অভিবাসনের প্রবণতা, নিরাপদ অভিবাসনের সুবিধা, মানব পাচারের ঝুঁকি ও এর পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারনা পাবেন।

এ ধরনের সেশন ছাড়াও, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিরাপদ অভিবাসনে বিষয়ে সচেতনতা বাড়াতে এমআরসি-বাংলাদেশ নিয়মিত সেশন আয়োজন করে থাকে।

এমআরসি’র সেশগুলোতে আপনি অংশ নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, একদম বিনামূল্যে!

আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বা এলাকার মানুষকে অভিবাসন সম্পর্কে সচেতন করতে চান তাহলে নির্দিদ্বায় যোগাযোগ চলে আসুন আমাদের এমআরসি ঢাকা এবং কুমিল্লা অফিসে।