Hotline
333

Free Hotline

Select your language

Facebook Twitter Instagram

সচেতন হোন

বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট, জনশক্তি ছাড়পত্র বা অন্যান্য বৈধ কাগজপত্র বা অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভ্রমণের সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ব্যতীত যদি ভ্রমণ করেন তাহলে আপনি নিজেকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলবেন। যথাযথ কাগজপত্র ছাড়া কোন দেশে প্রবেশ এবং অবস্থান করা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং আপনি অবৈধভাবে অভিবাসী হয়েছেন এমনটাই প্রতীয়মান হবে। অবৈধ অভিবাসনের কারণে আপনি যে সব নেতিবাচক পরিণতির মুখোমুখি হতে পারেন সেগুলো হলো:

• চলাফেরার স্বাধীনতা হারাবেন
• সর্বদা পালিয়ে বেড়াতে হবে
• প্রকৃত বেতন এবং অন্যান্য সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন
• নিয়োগকর্তা দ্বারা নির্যাতিত হতে পারেন
• মানব পাচারের শিকার হতে পারেন
• সহযোগিতা এবং সমর্থন থেকে বঞ্চিত হবেন
• আর্থিক ক্ষতি এবং মানসিকভাবে বিপর্যয়ের মুখে পড়বেন
• সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন
• গ্রেফতার এবং কারাদণ্ড হতে পারে
• মূল দেশে ফেরত না আসার সম্ভাবনা
• ভিসা প্রাপ্তিতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন

সতর্ক হোন
অনেক দালাল বা মধ্যস্থতাকারীরা বিভিন্ন উপায়, কৌশল এবং পন্থা অবলম্বন করে তারা তাদের অসৎ উদ্দেশ্য চারিতার্থ করার চেষ্টা করে থাকে। এই মধ্যসত্ত্বভোগীরা নিবন্ধিত নিয়োগকারী নন এবং আইন কিংবা অন্য কোন স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা এদের কোন স্বীকৃতি নেই। তারা আপনাকে একটি ‘ফ্রি ভিসা’ অফার করতে পারে। বিদেশে ভালো বেতন এবং সুযোগের প্রতিশ্রুতি দেখিয়ে এরা আপনাকে ভূয়া কাগজপত্র সরবরাহ করবেন। প্রলোভনের ফাঁদে পা দেবেন না।
রিক্রুটিং এজেন্সি সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকুন। তাদের নিয়ন্ত্রণ ও নিরীক্ষণের দায়িত্বে থাকা সরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে আপ টু ডেট থাকুন। এজেন্সির কর্মকাণ্ড সম্পর্কে দ্বিগুণ বা তিনগুণ খোঁজখবর করার অভ্যাস গড়ে তুলুন।

সজাগ থাকুন
দালাল বা মধ্যস্থতাকারী ব্যক্তি প্রয়োজনীয় ফি’র অধিক অর্থ আপনার কাছে দাবি করতে পারে এবং বিদেশে ভ্রমণের সময় আপনার মূল্যবান জীবনকে হূমকির মধ্যে ফেলে তারা পালিয়ে যেতে পারে। অভিবাসনের প্রকৃত খরচ এবং পদ্ধতিগুলো সম্পর্কে আপনার নিকটতম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে সহজেই তথ্য পেতে পারেন।

অন্যান্য ঝুঁকির কারণ
আপনি যদি বৈধভাবে অন্য কোনও দেশে ভ্রমণ করেন এবং আপনার ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন তাহলে আপনি অবৈধ অভিবাসী হয়ে যাবেন। অবৈধভাবে অবস্থানের কারণে বিদেশে আপনি যে কোন মুহূর্তে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। আপনার যদি বিদেশে থাকার বৈধতা না থাকে তবে বাংলাদেশ সরকার চাইলে আপনাকে দেশে প্রবেশের অনুমতি নাও দিতে পারে।

সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমরা আপনাকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। চলে আসুন আমাদের এমআরসি বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা কেন্দ্রে। আমরা আছি আপনার অপেক্ষায়।